মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
২৪ মার্চ, ২০২৩
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক সোলার প্যানেল বিতরণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়ে’ শীর্ষক প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় ১নং মানিকছড়ি ইউনিয়নের আওতাধীন দুছড়ি পাড়া বিশাখা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৩টি গ্রামের ৩২৯টি পরিবারের মাঝে ওই সোলার প্যানেল বিতরণ করা হয়। সেই সঙ্গে প্রশিক্ষণ ভাতা বাবদ ৬৫০ টাকা প্রদান করা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন