সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৩ মার্চ, ২০২৩

ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণ পদ্ধতির উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ এক দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ পদ্ধতির কার্যক্রম শুরু করল। সোমবার (২১ মার্চ) সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের আয়োজনে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে দেশে বিপুল পরিমাণ প্রশিক্ষিত ড্রাইভারের অভাব রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশিক্ষণ নিয়ে এই অভাব পূরণ করতে শ্রমিক সংগঠনগুলো এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধন শেষে অফিসার্স ক্লাবের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তমাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া, সিভিল সার্জন প্রতিনিধি ডা. ইউসুফ আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার প্রতীতি পিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান। এ সময় আরো বক্তব্য দেন সিরাজগঞ্জ ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আসলাম সেখ, সিরাজগঞ্জ ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ডাবলু। ট্রাফিক ইন্সপেক্টর আবদুস সালেক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close