reporterঅনলাইন ডেস্ক
  ২০ মার্চ, ২০২৩

বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কোস্টগার্ডের

বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন কর্তৃক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন নয়াবাজার সংলগ্ন গজারিয়া প্রজেক্ট এলাকায় রবিবার (১৯ মার্চ) ৪ শতাধিক অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়। রবিবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল/চরাঞ্চলের অসহায়, গরিব, দুস্থ মানুষের সেবায় কাজ করে আসছে।

ওই বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান কার্যক্রমে কোস্টগার্ড সদর দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট জেসমিন আক্তার, এএমসি ও মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট আহমেদ রিফাত তাহমিদ, এএমসি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close