reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মার্চ, ২০২৩

৬৯তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৯তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ মার্চ) ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে (এফএসআই) অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ১০ সপ্তাহ মেয়াদি এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৩ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ১ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২ জনসহ মোট ১৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফ্লাইট লেফটেন্যান্ট মো. আকিব রেজা, জিডি (পি) কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close