গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০২৩

গলাচিপায় কৃষকদের উন্নয়নে মাঠ দিসব পালন

পটুয়াখালী গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর গ্রামে বিএডিসি প্রকল্প বরিশাল জোনে আলু চাষিদের নিয়ে সোমবার বিকেল সাড়ে ৪টা সময়ে চুক্তিবদ্ধ আলু চাষি এবং অন্য চাষিদের নিয়ে মাঠ দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। চলমান আলু জাতের মধ্যে বরিশাল জোনে যে সব জাতের আলু বেশি রোপণ এবং ফলন বেশি তা হলো- ডায়মনড, এস্টারিক, ল্যাবেলা এবং সানসাইন। চলতি বছরেই প্রথম সানসাইন আলু বীজ বরিশাল জোনে চাষিদের রোপণ করতে দেয়া হয়, সব আলুর তুলনায় সানসাইন জাতের আলু সব চাইতে আগাম ও বেশি ফলন পাওয়া যায় বলে উপস্থিত সবার মতামত। সানসাইন আলু বীজ থেকে প্রতি হেক্টরে ৩৪ টনের অধিক ফলন পাওয়া যাবে বলে বিএডিসি এবং কৃষকরা ধারণা করেছে। এছাড়া প্রকল্পগত নিয়মিত চুক্তিবদ্ধ কৃষকদের মাঠ পর্যায়ে বীজ বপণের নির্দিষ্ট সময়, গাছের যত্ন, সেচ, ফসল রক্ষণাবেক্ষণসহ বীজ সংরক্ষণের প্রশিক্ষণ দিয়ে, বিগত প্রায় ৬ বছর যাবৎ আলু চাষিসহ বিভিন্ন কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে উন্নতজাতের বীজ দিয়ে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close