আকবর হোসেন, মনোহরগঞ্জ (কুমিল্লা)

  ১৬ মার্চ, ২০২৩

মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের পরীক্ষার ফল ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাসী নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল ডিজিটাল পদ্ধতিতে প্রজেক্টরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এর আগে শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করার পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ করিমের কাছে জমা দেন। পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ইংরেজি বিভাগের প্রভাষক রিক্তা রানী সরকার ও ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মুনছুর আহমেদ এবং আইসিটি বিভাগের প্রভাষক রেজাউল করিমসহ ডিজিটাল পদ্ধতিতে ফল তৈরির কাজ করেন। সোমবার প্রজেক্টরের মাধ্যমে ফল প্রকাশ করা হয়েছে। এ সময় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে পরীক্ষায় সেরা স্থান অর্জনকারী ৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ করিম। এ সময় আরো বক্তব্য দেন কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল বাকী মোল্লা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুফিয়া আক্তারসহ আরো অনেকে। এ সময় কলেজের সব শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close