চট্টগ্রাম ব্যুরো

  ১৪ মার্চ, ২০২৩

চট্টগ্রামে র‌্যাব অভিযান

বেকারিকে ১৭ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অভিযোগে নগরীর পাঁচ বেকারিকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে র‌্যাব ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে। অপর অভিযানে চট্টগ্রাম মহানগরীর বালুচরা এলাকা থেকে মাদক সিন্ডিকেটের একজন সদস্যকে মাদক বিক্রিকালে হাতেনাতে ২০ কেজি গাঁজা এবং ৩০০ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

রবিবার (১২ মার্চ) নগরীর পশ্চিম মাদারবাড়ীর যুগীচাঁদ মসজিদ লেন এলাকায় অভিযানে এই জরিমানা করা হয়েছে। বিএসটিআই আইনে এসব জরিমানা করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. ইকবাল হাসান। অভিযানে বিউটিফুল সুপার বেকারিকে ৪ লাখ, মাহফুজ বেকারিকে ৪ লাখ, প্রগতি বেকারিকে ৫ লাখ, চট্টলা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ২ লাখ ও তামান্না বিস্কুট অ্যান্ড কনফেকশনারিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এসব বেকারিকে বিএসটিআই সনদ, পণ্য মোড়কজাতকরণ সনদ, ওজন পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন সনদ, স্যানিটারি সনদ, কর্মীদের ফিটনেস সনদ ইত্যাদি না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পৃথক আইনে জরিমানা করা হয়েছে। অপর অভিযানে চট্টগ্রাম মহানগরীর বালুচরা এলাকার মাদক সিন্ডিকেটের একজন সদস্যকে মাদক বিক্রয়ের সময় ২০ কেজি গাঁজা এবং ৩০০ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব-৭ চট্টগ্রাম। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও এলাকায় একটি ভাড়াকৃত ফ্ল্যাট বাসায় অভিযান চালায় র‌্যাবের টিম। গত শনিবার (১১ মার্চ) পরিচালিত এ অভিযানে এ সময় মো. জাহিদুল ইসলামকে (২৫) ২০ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close