পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি, ২০২৩
পলাশবাড়ীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে গণতন্ত্র শক্তিশালীকরণে তথ্যপ্রযুক্তির তরুণ সমাজের ভূমিকাবিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের আয়োজনে এবং ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসির সহযোগিতায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ হলরুমে এ কর্মশালা হয়।
কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উপপরিচালক আশীষ বর্ণিক, উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, সমন্বয়ক নজরুল ইসলাম প্রমুখ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন