রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম)

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৩

প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশিপ পেল ৩ শিক্ষার্থী

প্রতিভা রাণী দাশ। মায়ের নামে স্কলারশিপ প্রতিষ্ঠিত করে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে যাচ্ছে এ সংগঠন। প্রতিভা রাণী দাশ মায়ের নামে এ স্কলারশিপ চালু করেছেন। আমিরাবাদ সুখছড়ি গ্রামের আলোকিত মানুষ, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) অবসরপ্রাপ্ত প্রফেসর শিক্ষক জগতের দিকপাল প্রফেসর ড. দীপক কাšিত্ম দাশ। প্রতি বছর এ ধারাবাহিকতা তারা ধরে রেখেছেন। সার্টিফিকেট, আর্থিক প্রণোদনা ও সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে থাকেন এ স্কলারশিপ।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সুখছড়ি উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ে এবারে ওই স্কুলের তিন শিক্ষার্থী পেয়েছে প্রতিভা রাণী মেমোরিয়াল স্কলারশিপ।

কৃতী শিক্ষার্থীরা হলো যথাক্রমে প্রজ্ঞা প্রদীপ্তা আচার্য, জান্নাতুল ফেরদীস সুমাইয়া, ইফতাহুল জান্নাত ইভা।

৭ ফেব্র¤œয়ারি দুপুর ১টার দিকে উপজেলার আমিরাবাদ সুখছড়ি উচ্চবিদ্যালয়ের হলর¤œমে প্রতিভা বাণী দাশ মেমোরিয়াল স্কলারশিপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ। সম্মানিত অতিথি ছিলেন প্রতিভা বাণী দাশ মেমোরিয়াল স্কুলারশিপের প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) অবসরপ্রাপ্ত প্রফেসর শিক্ষক জগতের দিকপাল ড. দীপক কাšিত্ম দাশ।

সুখছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মো. আলি জিন্নাহর সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোবারক আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ আবু বক্কর, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস কে সামশুল আলম, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক, সুখছড়ি উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বারবার নির্বাচিত সভাপতি, সনাতনী সম্প্রদায়ের নেতা ডা. রিটন দাশ, প্রতিভা বাণী দাশ মেমোরিয়াল স্কুলারশিপের পৃষ্ঠপোষক, আমিরাবাদ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সফল সদস্য মৃণাল কাšিত্ম মিলন মেম্বার। এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সব অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা, সব শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close