কামাল হোসেন, রাজবাড়ী
রাজবাড়ীতে চার দিনব্যাপী নাট্যোৎসব

‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’ -এই প্রতিপাদ্যে রাজবাড়ী থিয়েটারের চারযুগ পূর্তিতে রাজবাড়ীতে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্যোৎসব। রাজবাড়ী থিয়েটারের আয়োজনে ৯ থেকে ১২ ফেব্রুয়ারি রাজবাড়ীর ঐতিহাসিক আজাদী ময়দানে এ নাট্যাৎসব অনুষ্ঠিত হবে। নাট্যোৎসবের উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপ্রতি পুরস্কারপ্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক নাসিম শফি ও বিশিষ্ট নাট্যজন ঝুনা চৌধুরী। নাট্যাৎসবে দেশের স্বনামধন্য নাট্যদলসহ দেশের বাইরে থেকেও একটি নাট্যদল অংশগ্রহণ করবে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বড়পুল ঘরছাড়ায় (মহিলা কলেজের সামনে) সাংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী থিয়েটারের সহসভাপতি কাজী মিজানুর রহমান পলাশ, সাইফুল ইসলাম সোহাগ।
"