দাউদকান্দি প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

দাউদকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দাউদকান্দিতে জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি ও অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। তিনি বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলায় গুণিজন থেকে শুরু করে সরকারি বড় বড় কর্মকর্তা, রাজনীতিবিদ এ জেলায় জন্মগ্রহণ করেছেন। কুমিল্লার ঐতিহ্য ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেব ঘোষ, অ্যাড. আহসান হাবিব চৌধুরী, মহিউদ্দিন শিকদার, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ উল হাসান। মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ সব ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সুশীল সমাজের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close