
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বিরলের সংবাদ পেজ এবং তাজুল ইসলাম নামের ফেসবুক আইডি থেকে ব্যবহারকারীর সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) যথাক্রমে ‘বিরলে গাছ কেটে চিরাই করতে গিয়ে ধরা খেলেন বিট অফিসার এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিট অফিসার’ শিরোনামে প্রকাশিত সংবাদগুলো উভয় সংবাদ নিম্নস্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বিট কর্মকর্তা হিসেবে নিম্নস্বাক্ষকারী যোগদানের পর থেকে সাহসিকতার সহিত উক্ত বিটের জবরদখল করা প্রায় ৩৫০ একর বনভূমির মধ্যে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে ইতোমধ্যে জবরদখলকৃত প্রায় ৫৬ একর বনভূমি উদ্ধার করে ওইসব বনভূমিতে বনায়ন করা হয়েছে। অবশিষ্ট বনভূমি উদ্ধারের জোর প্রচেষ্ঠা চলমান রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি সংঘবদ্ধ চক্র বন বিভাগের সুনাম নষ্ট করা, বনভূমি উদ্ধার অভিযান বন্ধ করা ও নিম্নস্বাক্ষরকারীকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিবেদককে ভুল তথ্য দিয়ে এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করান, যা আদৌ সত্য নয়। প্রকৃত ঘটনা হচ্ছে, রাতের অন্ধকারে একটি চক্র গাছ কেটে বিরল উপজেলার টিএনটি অফিসের সামনে একটি ‘স’ মিলে নিয়ে যায়। খবর পেয়ে তৎক্ষণাৎ উক্ত ‘স’ মিলে গিয়ে চোরাইকৃত গাছগুলি উদ্ধার করে ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুতকরত ধর্মপুর বিট অফিস হেফাজতে নিয়ে আসা হয় এবং বন আইনে একটি মামলা দায়ের করা হয়। প্রকাশিত উক্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদকারী (মো. মহসিন আলী), বিট কর্মকর্তা, ধর্মপুর বিট, সদর রেঞ্জ সামাজিক বন বিভাগ, দিনাজপুর।
"