বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৩

বকশীগঞ্জে পিঠামেলা

জামালপুরের বকশীগঞ্জের আলীরপাড়ায় অবস্থিত আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে বুধবার (১ ফেব্রুয়ারি) পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে।

পিঠামেলায় উদ্বোধনী অনুষ্ঠানে ওই কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী।

এ সময় কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close