বেনাপোল প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২৩

‘সার্টিফিকেট অব মেরিট’ পেলেন বেনাপোলের যুগ্ম কমিশনার

আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট সম্মাননা পেলেন বেনাপোল কাস্টম হাউসে কর্মরত যুগ্ম কমিশনার আবদুল রশীদ মিয়া। তার সঙ্গে আরো ১৬ জন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীকে এই সম্মাননা প্রদান করা হয়। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন গতিশীল করা এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনবিআর সদস্য মাসুদ সাদিক, আবদুল মান্নান শিকদার, জাকিয়া সুলতানা এবং এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট সম্মাননা পাওয়া বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আবদুল রশীদ মিয়া বলেন, আমি সত্যিই এমন একটি সম্মানে সন্তষ্ট। আমি আমার সব সিনিয়র স্যার এবং প্রিয় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজস্ব আদায়ের পাশাপাশি সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন গতিশীল করা এবং কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের প্রতি সুদৃষ্টি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close