শাবিপ্রবি প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২৩

গবেষণায় ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৬ শিক্ষক

গবেষণায় বিশেষ অবদানের জন্য ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৬ শিক্ষক। শনিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারের দুই দিনব্যাপী ১০ম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন- স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায়, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, সামাজিক উন্নয়ন অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সেবক কুমার সাহা, লাইফ সায়েন্সেস অনুষদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদা ইসলাম ও ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী। সম্মেলনে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন। এবারের সম্মেলনে ১৬টি টেকনিক্যাল সেশনে সর্বমোট ১৪৪টি গবেষণাপত্র ও প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close