reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২৩

কোস্টগার্ডের অভিযান

সেন্টমার্টিনে ১০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেন্টমার্টিন থেকে কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে যাত্রী বেশে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেন্টমার্টিন থেকে কক্সবাজার গমনকারী পর্যটকদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশির কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশি চলাকালীন দুজন ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে চাইলে তারা অপারগতা প্রকাশ করে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দসহ দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুজনই দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। জব্দ করা ইয়াবা এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close