শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২৩

শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও বিভিন্ন চা বাগানের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিবন্ধী নারী-পুরুষ, শিশুসহ ২০০ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুক্তরাজ্যের সামাজিক সংগঠন আল-খায়ের ফাউন্ডেশনের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্রের মাঝে ছিল উন্নত মানের কম্বল, মাথার টুপি, হাত ও পায়ের মোজা। দেশের পরিচিত শীতপ্রবণ এলাকা শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যায়ের শীতার্ত মানুষ উন্নত মানের এসব শীতবস্ত্র হাতে পেয়ে আনন্দে আত্মহারা। অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বলসহ অন্যান্য শীত সামগ্রী তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন। এ সময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, আল-খায়ের ফাউন্ডেশনের অ্যাডমিন অফিসার হাসনাত রহমান ও হেড অব মিডিয়া শাহরিয়ার হাবিব প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close