reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০২২

প্রবাসী কর্মীদের জীবন বিমার চুক্তি নবায়ন

দেশের সিংহভাগ বৈদেশিক আয় প্রবাসী কর্মীদের মাধ্যমে অর্জিত হয়ে থাকে, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশেষ অবদান রাখছে। প্রবাসী কর্মীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের নিমিত্ত প্রবাসী কর্মীদের আর্থিক নিরাপত্তা এবং কল্যাণের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী কর্তৃক বিদেশগামী কর্মীদের বাধ্যতামূলক বিমার আওতায় আনয়নের সরকারি সিদ্ধান্ত রয়েছে। তদানুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক জীবন বিমা করপোরেশনের মাধ্যমে প্রবাসী কর্মী বিমা বাস্তবায়নের নিমিত্ত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জীবন বিমা করপোরেশনের মধ্যে ৭ ডিসেম্বর ৫ বছরের জন্য নবায়ন চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তির আওতায় ৫ বছরের জন্য প্রবাসী কর্মীদের মাত্র ১ হাজার টাকা) প্রিমিয়াম বিনিময়ে ১০ লাখ টাকা বিমা অঙ্কের মৃত্যু দাবিসহ দুর্ঘটনাজনিত আংশিক ও স্থায়ী পঙ্গুত্বের জন্য বিমা অঙ্কের নির্ধারিত হারে অতিরিক্ত বিমা সুবিধার প্রদানের অঙ্গীকার রয়েছে।

স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মহাপরিচালক মো. হামিদুর রহমান (অতিরিক্ত সচিব), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জীবন বিমা করপোরেশনের পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর মো. সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব), গ্রুপ ডিভিশনের জি এম আবুহেনা মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close