reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০২২

ডা. এস এ মালেকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহধন্য ডা. এস এ মালেক ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সব রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশ নেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রাক্তন এই সংসদ সদস্য কলামিস্ট হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন বর্ষীয়ান এই চিকিৎসক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ আজীবন দেশ ও জাতির জন্য বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন প্রকৃত দেশপ্রেমিক ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারাল। বিভিন্ন ক্ষেত্রে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close