reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২২

আইএইএ রিজিওনাল ওয়ার্কশপ আয়োজন

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক যৌথভাবে ‘রিজিওনাল ওয়ার্কশপ অন দ্য ইমপ্লিমেন্টেশন অব ম্যানেজমেন্ট সিস্টেম বাই টেকনিক্যাল সার্ভিস প্রোভাইডার’ শীর্ষক ওয়ার্কশপটি ৫-৯ ডিসেম্বর ক্রিস্টাল বলরুম, ইন্টার কন্টিনেন্টাল হোটেল, ঢাকায় আয়োজন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক্সপার্ট মি. পিটার ভারমার্ক্স ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। ওয়ার্কশপে বাংলাদেশসহ ১৮টি দেশের মোট ২৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close