পাবনা প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০২২

বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন

ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার রক্তের দাগ লেগে আছে। দেশে সংখ্যালঘু হিসেবে কেউ নেই। আমরা সবাই বাঙালি হিসেবে বাস করি। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। এ জন্য তাকে জেল-জুলুম ও নির্যাতনসহ ফাঁসির মুখোমুখি দাঁড়াতে হয়েছে। সোমবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদের অডিটোরিয়াম বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্টান ঐক্যপরিষদের সাঁথিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়ন সমৃদ্ধিশালী দেশ গড়তে কাজ করছে।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্টান ঐক্যপরিষদের প্রেসিডিয়াম সদস্য চন্দন কুমার ঠাকুরের সভাপতিত্বে ও বিনয় জ্যোতি কুন্ডুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি হাসান আলী খান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা প্রমুখ।

এ সময় আ.লীগ নেতা রবিউল করিম হিরু, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, কাশিনাথপুর মহিলা কলেজের অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু (ভারপ্রাপ্ত)। পরে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সৈকত কুমার মানিক ঘোষ সভাপতি ও স্বপন কুমার রায় সাধারণ স¤পাদক পদে নির্বাচিত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close