reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০২২

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক

৫০০ অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। শনিবার (৩ ডিসেম্বর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত বৃত্তির চেক প্রদান করা হয়। ১০০ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী সশরীরে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তিতে অর্থগ্রহণ করেন। বৃত্তিপ্রাপ্ত অবশিষ্ট ৪০০ ছাত্রছাত্রীর বৃত্তির অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, এমপি। বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আক্কাচ উদ্দিন মোল্লা এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ বক্তব্য দেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী যিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে সম্প্রতি এমবিবিএস পাস করেছেন ডা. ইতানা আজাদ তার অনুভূতি ও ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close