আজিজুল বুলু, নীলফামারী

  ০২ ডিসেম্বর, ২০২২

নীলফামারীতে দুর্ঘটনা প্রতিরোধে মাঠে জেলা পুলিশ

‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’ প্রতিরোধে মাঠে নেমেছে নীলফামারী জেলা পুলিশ। পেট্রলপাম্পে হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেলে তেল নিতে না পারে; মোটরসাইকেলে দুইয়ের অধিক চলাচল করতে না পারে : এ কর্মসূচি বাস্তবায়নে জেলার ১৬টি রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও পেট্রলপাম্পগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কর্মসূচি পর্যবেক্ষণে বৃহস্পতিবার বিভিন্ন পেট্রলপাম্প পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এ পরিদর্শনে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আবদুর রউফ, ওসি (তদন্ত) মুক্তারুল আলম, টি-আই সেলিম আহম্মেদ এসআই সাজ্জাদ প্রমুখ। এর আগে ২৭ নভেম্বর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার ৩৯টি পেট্রলপাম্পের মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ মতবিনিময় সভায় পাম্প মালিকেদের বলেন, হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেলে তেল বিক্রি করা যাবে না। এ বিষয়ে পাম্প মালিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close