reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২২

আইবিসিসিআই ও এএসিসিআইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এবং এশিয়ান-আফ্রিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এএসিসিআই) মধ্যে ২৭ নভেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে এএসিসিআইর গ্লোবাল সিক্রিটারিয়েটের পক্ষে সুদীপ কুমার ঝা, সদস্য-উপদেষ্টা বোর্ড এএসিসিআই ও চেয়ারম্যান, অণটঝঐ কমিটি এবং আইবিসিসিআইর প্রেসিডেন্টের পক্ষে এস এম আবুল কালাম আজাদ, সেক্রেটারি জেনারেল স্বাক্ষর করেন।

এ সময় আবদুুল মাতলুব আহমাদ, প্রেসিডেন্ট, আইবিসিসিআই এবং মো. মামুনুর রহমান, প্রেসিডেন্ট, এএসিসিআই (বাংলাদেশ চ্যাপ্টার) উপস্থিত ছিলেন। এছাড়া আইবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট, পরিচালক ও সদস্য এবং এএসিসিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close