reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২২

পদ্মা ব্যাংক ও রয়েল গ্রুপের সমঝোতা

পদ্মা ব্যাংক ও রয়েল গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে রয়েল গ্রুপের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়, অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও জাবেদ আমিন ও রয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুমায়ুন কবির ফাহাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের হেড অব সেগমেন্টস নাফিসা আরা এবং দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা। এই চুক্তির মাধ্যমে পদ্মা ব্যাংকের কার্ডধারীরা হোটেল গ্র্যান্ড রয়েলে বুকিং থেকে শুরু করে চেকআউট পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সেবা উপভোগ করবেন, এছাড়া থাকবে আকর্ষণীয় নানা ধরনের ছাড়। রয়েল বুফে রেস্তোরাঁয় পাবেন বিশেষ ডিসকাউন্ট আর সোনারগাঁও রয়েল রিসোর্টে রুম রেট, খাবার এবং ভেন্যুতে বিশেষ ছাড় উপভোগ করবেন। হোটেল গ্র্যান্ড রয়েল, রয়েল বুফে রেস্তোরাঁ এবং সোনারগাঁও রয়েল রিসোর্ট- রয়েল গ্রুপের অঙ্গসংগঠন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close