reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০২২

ঢাবির মার্কেটিং বিভাগ এবং ভূতত্ত্ব বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এবং ভূতত্ত্ব বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ্ কনফারেন্স হলে মার্কেটিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি এবং অধ্যাপক ড. মিজানুর রহমান ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিবিএ প্রোগ্রামের বিভিন্ন শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থীকে হুমাইদা বানু বৃত্তি দেওয়া হয়। ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহার সভাপতিত্বে বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার সম্মাননীয় অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নবীন ও বিদায়ি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভে”ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে জুনিয়র ও সিনিয়র স্কলাররা জ্ঞানবিনিময় করেন। তিনি বলেন, নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠে দেশসেবায় নিয়োজিত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close