
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দুই সপ্তাহব্যাপী নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের বিনা মূল্যে সার্জারি ক্যাম্পের এক অনুষ্ঠান আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, প্রায় ৫০০ ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি দুই শতাধিক রোগীকে প্লাস্টিক সার্জারির জন্য তালিকাভুক্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
"