নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই উদ্বোধন
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে নাটোরে অবস্থিত ‘নর্থ বেঙ্গল সুগার মিল’-এর কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে ২০২২-২৩ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। নর্থ বেঙ্গল সুগার মিলের এটি ৯০তম আখ মাড়াই কার্যক্রম।
এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি; নাটোর-১ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুস, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু, বিএসএফআইসির সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো আনিসুল আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় আখচাষিরা উপস্থিত ছিলেন। এ সময় কেইন কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নর্থ বেঙ্গল চিনিকলের উদ্বোধন অনুষ্ঠানের চিনিকলের সম্ভাবনা কথা তুলে ধরার পাশাপাশি আখচাষে কম্বাইন্ড হারভেস্টারের ব্যবহার যান্ত্রিকীকরণের নতুন যুগের সূচনা হলো বলে জানিয়েছেন বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু। আখ কর্তন কাজে শ্রমিক মজুরি ব্যয় কমানোর স্বার্থে কঅঋকঙ-এর সহযোগিতায় এ চিনিকলের বাণিজ্যিক খামারে কম্বাইন্ড হারভেস্টার ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের ফলে আসন্ন ২০২২-২৩ মাড়াই মৌসুমে ৯০ লাখ থেকে ১ কোটি টাকা আখ কর্তন কাজে শ্রমিক মজুরি ব্যয় সাশ্রয় হবে। এর মাধ্যমে।
শিল্পমন্ত্রী বলেন, আখের ফলন বৃদ্ধিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের সহযোগিতায় বন্ধু সেবা অ্যাপের সাহায্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এসএমএসের মাধ্যমে অ্যাপটির ডেটাবেইজে সংরক্ষিত প্রায় ৬৫ হাজারের বেশি আখচাষিকে আখের পরিচর্যার জন্য কখন কী করণীয় ও আবহাওয়া সংক্রান্ত তথ্যাদি তাৎক্ষণিকভাবে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। শিল্প মন্ত্রণালয় কর্তৃক ‘হ্যালো চাষি অ্যাপে’ সংরক্ষিত ডেটাবেইজে বিদ্যমান মোবাইল নাম্বারে সারাসরি ফোন দিয়ে আখচাষিদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা অবহিত হওয়া এবং তাৎক্ষণিকভাবে তা সমাধানের জন্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও চাষিদের আখ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আখের মূল্য বৃদ্ধি করে মিল গেটে প্রতি কুইন্টাল ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং বহি কেন্দ্রে ৩৪৩ টাকা থেকে ৪৪০ টাকা করা হয়েছে। আখের মূল্য বৃদ্ধির বিষয়টি ভবিষ্যতেও পর্যায়ক্রমে পুনর্নির্ধারণ করা হবে বলে বিবেচনাধীন আছে। সংবাদ বিজ্ঞপ্তি।
"