reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২২

বিসিএসআইআরে অংশীজন কর্মশালা

‘শিল্পোন্নয়নে আইএসও মানের সেবা ও গবেষণায় আইএনএআরএসের ভূমিকা’- স্লোগান নিয়ে বিসিএসআইআরের ইনস্টিটিউট অব ন্যাশনাল এনালাইটিক্যাল রির্সাচ অ্যান্ড সার্ভিসের (আইএনএআরএস) অংশীজন কর্মশালা বুধবার বিসিএসআইআরের আইএফআরডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ। প্রধান অতিথির ভাষণে চেয়ারম্যান বলেন, ‘বাঙালি জাতির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৩ সালে বিসিএসআইআর নবরূপ লাভ করে। দেশ ও জাতির কল্যাণে তিনি ছিলেন নিবেদিত, যার প্রমাণ হিসেবে পুরো পরিবারকেই জাতির কল্যাণে উৎসর্গ করেছেন। সময় এসেছে তাদের শ্রদ্ধা জানানোর। ইনস্টিটিউট অব ন্যাশনাল এনালাইটিক্যাল রিসার্চ অ্যান্ড সার্ভিসের (আইএনএআরএস) সব বিজ্ঞানী ও গবেষকদের উদ্বাত্ত আহ্বান জানাচ্ছি জনবান্ধব ও আধুনিক গবেষণার নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করে দেশবাসীর মঙ্গলে এগিয়ে আসুন।’ শামীম আহমেদ, পরিচালকের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. হুমায়ুন কবীর, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আইএনআরএস।

কর্মশালায় দেশের স্বনামধন্য ২০টি শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক অংশীজন অংশ নেন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আকিজ গ্রুপ, এসিআই, ওয়াশা, রূপপুর পাওয়ার প্ল্যান্ট এবং বাংলাদেশ প্রকৌশল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আরো উপস্থিত ছিলেন সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), সদস্য (উন্নয়ন), সদস্য (বিজ্ঞান প্রযুক্তি), পরিষদ সচিব এবং বিসিএসআইআরের বিভিন্ন গবেষণাগারের পরিচালক ও বিজ্ঞানীরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close