চট্টগ্রাম ব্যুরো

  ২২ নভেম্বর, ২০২২

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আরো ৮৮ জন ভর্তি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মাসে এ নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫১৩ ডেঙ্গু রোগী। চট্টগ্রামে ডেঙ্গুতে এ বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৯ জনে। একই সময়ের মধ্যে রোগটিতে কারো মৃত্যু হয়নি। সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৮০ জন নগরীর এবং ৩৩৩ জন উপজেলার বাসিন্দা। জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ এবং অক্টোবরে ১ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন ৩ হাজার ১৩৯ জন রোগী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close