পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর, ২০২২

ইভিএমে ভোট হবে, পার্বতীপুর পৌরসভায়

সীমানা নির্ধারণী মামলার জটিলতা কাটিয়ে অবশেষে ১১ বছর পর নির্বাচন হচ্ছে পার্বতীপুর পৌরসভায়। এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ হবে। এই প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ হবে পৌরসভাটিতে।

সর্বশেষ ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নিয়মানুযায়ী প্রতি ৫ বছর পর পর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিধান থাকলেও পার্বতীপুর পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সঙ্গে সীমানা-সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে এতদিন পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত ছিল।

অবশেষে ১১ বছর ৯ মাস অপেক্ষার পর সেই জটিলতার সমাধান হয়েছে। ঘোষণা করা হয়েছে নির্বাচনী তফসিল। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর। ভোট হবে ২ নভেম্বর।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ১ম শ্রেণির পৌরসভাটির বর্তমান ভোটার ৩৪ হাজার ৬৩৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ১৭ হাজার ৪১৫ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল জানান, এই প্রথম ইভিএম পদ্ধতিতে পৌরসভাটিতে ভোটগ্রহণ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close