রংপুর ব্যুরো

  ২৩ সেপ্টেম্বর, ২০২২

আধুনিকায়নের ছোঁয়ায় সুন্দর নগরী রংপুর

রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর হবে আধুনিকায়নের ছোঁয়া সুন্দর নগরী। এরই ধারাবাহিকতায় রংপুর সিটি করপোরেশনের প্রধান ফটকে নির্মাণাধীন কাজ সম্পন্ন করেছি। তিনি আরো বলেন, সিটি করপোরেশনের সময় শেষ হয়ে আসছে। কাজটা করার পর সিটি করপোরেশনের প্রতি মানুষের ধারণা পরিবর্তন হবে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় সিটি করপোরেশনের প্রধান ফটকে নির্মাণাধীন দৃষ্টিনন্দন গেটটির আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতেমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মো. আজম আলী, প্যানেল মেয়র সামসুলসহ রংপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

নিজস্ব অর্থায়নে ৪১ লাখ টাকা ব্যয়ে ডরিক ডেভেলপারস লিমিটেডের তত্ত্বাবধায়নে রংপুর সিটি করপোরেশনের প্রধান ফটকের দৃষ্টিনন্দন গেটটির কাজ সম্পন্ন হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close