reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০২২

হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং এবং আইআইএফসির মাঝে সমাঝোতা স্বাক্ষর

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আইআইএফসি কার্যালয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং ম্যানেজমেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন এফআরডির ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) একটি কৌশলগত অংশীদারিত্ব সমাঝোতা স্বাক্ষর হয়।

সিনিয়র পার্টনার এম মনজুরুল হাসান এফসিএ এবং ম্যানেজমেন্ট কনসালটেন্সি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট বশির আহমেদ এবং এস আহমাদ হোসাইন সিপিএ এসিসিএ হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন এবং আইআইএফসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাবুদ্দিন পাটোয়ারী এবং নির্বাহী পরিচালক মো. জাসিম উদ্দিন এফসিএমএ এমওইউ স্বাক্ষর করেন। দেশের বাণিজ্যিক সম্প্রসারণে অর্থনৈতিক সমীক্ষা, ব্যবস্থাপনা ও নিরীক্ষা বিষয়ক সেবা খাতে এ দুটি অভিজ্ঞ প্রতিষ্ঠানের যুগপৎ সেবা নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close