ক্রীড়া ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

ফ্লামেঙ্গো থেকে এভারটনে আলকারাজ

জানুয়ারির দলবদলের একেবারে শেষ মুহূর্তে এসে চমক দিল ইংলিশ ক্লাব এভারটন। ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকে ধারে আর্জেন্টিনার মিডফিল্ডার কার্লোস আলকারাজকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি। গতকাল নিজেদের ওয়েবসাইটে খবরটি জানিয়েছে এভারটন। তবে চুক্তিতে তাকে একেবারে কিনে নেওয়ার সুযোগও আছে প্রিমিয়ার লিগের এই দলটার।

গত মাসে দ্বিতীয় মেয়াদে এভারটনের কোচ হিসেবে যোগ দেন ডেভিড ময়েস। তিনি যোগ দেওয়ার পর প্রথম কোনো খেলোয়াড়কে চুক্তিভুক্ত করল ক্লাবটি।

আর্জেন্টিনার ক্লাব রেসিং ক্লাবের যুব দল থেকে উঠে আসেন আলকারাজ। ১৭ বছর বয়সে সিনিয়র ?ফুটবলে পা রাখেন তিনি। ২০২২ সালে আর্জেন্টাইন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে দলের হয়ে ভূমিকা রাখেন তিনি। বোকা জুনিয়র্সের বিপক্ষে জয়সূচক গোলটি করেন তিনি। পরের মৌসুমে যোগ দেন ইউরোপের ক্লাব সাউথ্যাম্পটনে।

বেশ কয়েকদিন সাউথ্যাম্পটনে কাটানোর পর ধারে জুভেন্টাসে যোগ দেন আলকারাজ। সেখান থেকেই গত বছর নাম লেখান ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোতে। সেখানে ছয় মাস যেতে না যেতেই আবারও ইউরোপের ফুটবলে ফিরলেন এই আর্জেন্টাইন। ফ্লামেঙ্গোর হয়ে ১৯ ম্যাচে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি।

চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই এভারটন। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২৩ ম্যাচে জয় পেয়েছে মাত্র ৬টিতে। এ ছাড়া ড্র করেছে আট ম্যাচে। সব মিলিয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে আছে এভারটন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close