ক্রীড়া ডেস্ক
শিরোপা দৌড়ে টিকে রইল বার্সা

স্প্যানিশ লা লিগায় টানা ৪ ম্যাচে পয়েন্ট হারানোর পর টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা। তবে আলাভেসের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেওয়ার কাজটা সহজ হয়নি জায়ান্টদের। এ জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন কাতালানদের পয়েন্ট ব্যবধান ৪। আগের দিন এস্পানিওলের কাছে রিয়াল মাদ্রিদের হারটাকেই কাজে লাগালেন হান্সি ফ্লিকের শিষ্যরা।
যদিও ঘরের মাঠ স্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিজে কাজটা সহজ হয়নি স্বাগতিকদের।
পুরো ম্যাচে বলদখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সুযোগ তৈরি করতে বেগ পেতে হয় দলকে। আলাভেসের গোল অভিমুখে ১১টির মধ্যে ৪টি শট লক্ষ্যে থাকে বার্সার। অন্যদিকে ৩টির মধ্যে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি সফরকারীরা।
ম্যাচের ৬ মিনিটে রাফিনহার শট বাইরে দিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ হারায় বার্সা। ১ মিনিট পর স্বাগতিক দলের গাভি ও আলাভেসের তমাস কোনেচেনির পরস্পর সংঘর্ষে আঘাত পান দুজনই। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় আলাভেসের আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। উঠে দাঁড়িয়ে খেলতে চাইলেও গাভির বদলি হিসাবে মাঠে আসেন ফের্মিন লোপেজ। ৪৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পেদ্রির দারুণ এক শট আটকে দেন গোলকিপার জিসাস ওবোনো।
গোলশূন্য বিরতিতে যায় দুদল। মাঠে ফিরে ৬২ মিনিটে ভলিতে বার্সার জয়সূচক গোলটি করেন রভার্ট লেভানদোভস্কি। এ নিয়ে লিগে ২১ ম্যাচে ১৮ গোল করলেন বার্সার এ পোলিশ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে ফেরে কাতালুনিয়ানরা।
বর্তমানে ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচ খেলে বার্সার পয়েন্ট এখন ৪৫।
"