ক্রীড়া ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

ঘরের মাঠে নিস্তব্ধ ম্যানইউ

ঘরের মাঠে আরেকবার ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে জায়ান্টদের ২-০ গোলে হারায় ক্রিস্টাল প্যালেস। ফরাসি ফরোয়ার্ড ফিলিপ মাতেতা দুটি গোলই করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। গত রবিবার ওল্ড ট্রাফোর্ডে আরেকবার বিবর্ণ রেড ডেভিলরা। এর আগে ব্রাইটনের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে হারে স্বাগতিকরা।

এবার নিজেদের আঙিনায় ফের ব্যর্থতা দেখল রুবেন আমোরির শিষ্যরা। এদিন গোল অভিমুখে ১৭টি মধ্যে মাত্র ২টি শট লক্ষ্যে রাখতে পারে ম্যানইউ। প্যালেসের ১১টি শটের মধ্যে ৩টি থাকে লক্ষ্যে, যার মধ্যে দুবারই জাল খুঁজে নেয় ক্লাবটি। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে সফরকারীরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় গোলশূন্য বিরতিতে যায় দুদল। মাঠে ফিরে ৬৪ মিনিটে মাতেতার গোলে এগিয়ে যায় প্যালেস। সতীর্থের হেড গোলকিপার আন্দ্রে ওনানার মাথার ওপর দিয়ে গোলপোস্টে লেগে ফিরে আসে। সহজেই ট্যাপইনে জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড।

কিছুক্ষণ পর ফাউলের শিকার হয়ে চোট পেয়ে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ম্যাচের ৮৯ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন মাতেতা। এ নিয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ওল্ড ট্রাফোর্ডে সাতবার হারল স্বাগতিকরা। ২৪ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ১১ হারে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে রয়েছে আমোরিমের শিষ্যরা। সমপরিমাণ ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে রেড ডেভিলদের ওপরেই আছে ক্রিস্টাল প্যালেস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close