ক্রীড়া ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

এস্পানিওলের কাছে রিয়ালের হার

এস্পানিওল ছিল অবনমন অঞ্চলে আর রিয়াল মাদ্রিদ শীর্ষে। দুই দলের শক্তি আর মাত্রায় ম্যাচটা একতরফাই হওয়ার কথা ছিল। সেটা হলোও। ৭৬ শতাংশ বলের দখল রেখে খেলা রিয়াল গোলের জন্য পোস্টে শট নিয়েছিল ২১টি। কিন্তু ম্যাচটা ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। দাপটে খেলেও হারের পর আনচেলত্তি দায়টা চাপিয়েছেন রেফারির কাঁধে। রেফারির ভুলকে বলেছেন ‘ব্যাখ্যাতীত’।

৮৫ মিনিটে কার্লোস রোমেরোর গোল গড়ে দেয় নাটকীয় ম্যাচটির ভাগ্য। সতীর্থের ক্রসে ৬ গজ ডি-বক্সের কোণা থেকে ভলিতে জালে জড়ান রোমেরো। তবে ৬১ মিনিটে লাল কার্ড দেখতে পারতেন তিনি। প্রতি-আক্রমণে ওপরে ওঠা কিলিয়ান এমবাপ্পেকে বাজে ট্যাকলে থামান রোমেরো, রেফারি এজন্য দেখান হলুদ কার্ড। কার্লো আনচেলত্তির দাবি এটা লাল কার্ড ছিল, ‘রেফারি আর ভিএআরের সিদ্ধান্তটা ব্যাখ্যাতীত। সবাই এটা দেখেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়ের নিরাপত্তা, এটা পরিষ্কার জঘন্য ফাউল। আমরা ভাগ্যবান যে এমবাপ্পের কিছু হয়নি, কিন্তু সেখানে তো ভিএআর ছিল। রোমেরোকে লাল কার্ড না দেখানোটা ব্যাখ্যাতীত।’

রোমেরোও এমন ফাউলের জন্য ক্ষমা চেয়েছেন এমবাপ্পের কাছে, ‘ওকে থামানো অসম্ভব ছিল। ফাউলটা কিছুটা জঘন্য ছিল, আমারও সেটা পছন্দ হয়নি। আমি ক্ষমা চেয়েছি এমবাপ্পের কাছে।’ এর আগে ২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ডি-বক্সে দারুণ নৈপুণ্যে জালে বল পাঠালেও গোল পায়নি রিয়াল। আক্রমণ শুরুর সময় কিলিয়ান এমবাপ্পে এস্পানিওলের মিডফিল্ডার পল লোসানোকে ফেলে দেওয়ায় ফাউলের বাঁশি বাজান রেফারি। এটাও মানছেন না আনচলত্তি, ‘ম্যাচটা কঠিন ছিল। আমাদের গোল বাতিল হয়েছে (যা ঠিক হয়নি)। বল পোস্টে লাগিয়েছি। পোস্টে শট নিয়েছিলাম ২০টির মতো। তবে ওরা ভালো রক্ষণ করে গেছে।’

চোট পেয়ে রুডিগারের মাঠ ছাড়াটাও বড় ধাক্কা ছিল রিয়ালের জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close