ক্রীড়া প্রতিবেদক

  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

শেষ ম্যাচেও হার জ্যোতিদের

ঘরের মাঠে আগেই সিরিজ নিশ্চিত করে রাখে ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করলেন ক্যারিবিয়ান নারীরা। এ নিয়ে ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬ ম্যাচের পাঁচটিতেই হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।

গতকাল শনিবার ভোরে শেষ হওয়া ম্যাচটির হার টি-টোয়েন্টিতে বাংলাদেশের টানা নবম। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার আগে গত বছর ডিসেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টান তিন ম্যাচ হারেন লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের শেষ তিন ম্যাচ হেরে শেষ করে বাংলাদেশের মেয়েরা। এদিন টসে জিতে সফরকারীদের আগে ব্যাট করতে পাঠায় উইন্ডিজ। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে জ্যোতিরা। রান তাড়ায় শুরুতে খেই হারিয়ে ফেললেও ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দল। বাংলাদেশের হয়ে ৪৩ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান করেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। দলীয় ২৪ রানে দিলারা আক্তার ও মুর্শিদা খাতুনের ওপেনিং জুটি ভাঙেন জেনিলিয়া গ্ল্যাসগো। ১৬ বলে ব্যক্তিগত ২১ রান করে আউট হন দিলারা।

এরপর নিয়মিত আসা যাওয়ার মধ্যে প্রতিরোধ গড়তে পারেন শুধু জ্যোতি। ৮ উইকেটে ১০৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। উইন্ডিজের হয়ে সর্বোচ ৩ উইকেট নেন গ্ল্যাসগো। ছোট পুঁজি নিয়ে শুরুতে আশার আলো দেখে সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার নেরিসা ক্রাফটনকে তুলে নেন সুলতানা খাতুন। দলীয় ২৬ রানে আরেক ওপেনার জোসেফকে ফেরান ফাহিমা খাতুন। আগের দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করা ডিয়ান্ড্রা ডটিন আউট হন ব্যক্তিগত ১০ রানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close