ক্রীড়া ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

সবচেয়ে বড় ইনিংস ব্যবধানে হার শ্রীলঙ্কার

দ্বিতীয় ও তৃতীয় দিনে বৃষ্টির কল্যাণেই গল টেস্ট চার দিনে গড়িয়েছিল। কিন্তু গতকাল শনিবার আর বৃষ্টি হয়নি। অস্ট্রেলিয়ার স্পিনারদের সামনে শ্রীলঙ্কার উইকেটও পড়েছে টপাটপ। সারা দিনে দুই ইনিংস মিলিয়ে ১৫ উইকেট হারিয়েছে ধনাঞ্জয়া ডি সিলভার দল। আর তাতেই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ২৪২ রানে হেরে গেছে শ্রীলঙ্কা। টেস্টে এটি অস্ট্রেলিয়ার চতুর্থ বৃহত্তম জয়। শ্রীলঙ্কায় এ নিয়ে ৯টি টেস্ট জিতল অস্ট্রেলিয়া। অন্যদিকে টেস্টে ইনিংসের ব্যবধানে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় হার।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল ১৬৫ রানে। ফলে অস্ট্রেলিয়া পেয়ে যায় ৪৮৯ রানের লিড, টেস্ট ইতিহাসেই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে এর চেয়ে বড় লিড পেয়েছে মাত্র তিনবার। ফলোঅনে পড়া শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসেও খুব একটা সুবিধা করতে পারেনি, গুটিয়ে যায় মাত্র ২৪৭ রানে। গল টেস্ট দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন হলো অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাথু কুনেম্যানের। প্রায় ২ বছর পর টেস্ট দলে ফিরে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট।

যদিও এ ম্যাচের মূল নায়ক অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন এ ওপেনার, করেছেন ২৩২ রান। মূলত তার ডাবল সেঞ্চুরি, স্টিভ স্মিথ ও জশ ইংলিশের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ৬৭৪ রান এ টেস্টের গতিপথ ঠিক করে দিয়েছে। সেই গতিপথ পাল্টাতে শ্রীলঙ্কার কাউকেও খাজার মতো বড় ইনিংস খেলতে হতো। গলের উইকেটে নাথান লায়নদের সামনে পড়ে সেটা করতে পারেননি শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানই।

শ্রীলঙ্কা গতকাল দিন শুরু করেছিল ৫ উইকেট ১৩৬ রান নিয়ে। ক্রিজে ছিলেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল (৬৩) ও কুশল মেন্ডিস (১০)। তবে আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র ৯ রান যোগ করতে পারেন চান্ডিমাল। ৭২ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে চান্ডিমাল আউট হলে শ্রীলঙ্কা আর যোগ করতে পারে মাত্র ৯ রান। দ্বিতীয় ইনিংসেও সেই চান্ডিমাল দারুণ খেলছিলেন। ৬ রানেই দুই ওপেনারকে হারানোর পর চান্ডিমাল অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে গড়েন ৬৯ রানের জুটি। যে জুটি ভাঙে চান্ডিমাল লায়নের বলে ৩১ রান করে ফিরে গেলে। এরপর দলীয় ১১৪ রানে কামিন্দু মেন্ডিস (৩২) ও ম্যাথুস ৪১ রান করে আউট হলে বাকিটা স্রেফ আনুষ্ঠানিকতা হয়ে যায়। সেই আনুষ্ঠানিকতা কিছুটা দীর্ঘায়িত হয়েছে শেষ দিকে শ্রীলঙ্কার স্পিনার জেফরি ভ্যান্ডারসের ৫৩ রানের ইনিংসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close