ক্রীড়া ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

১২ জন নিয়ে ভারতের জয় চটেছেন বাটলার

ইংল্যান্ডের ভারত সফরের চতুর্থ টি-টোয়েন্টিতে জল গড়িয়েছে অনেক দূর। ম্যাচের ফল ১৫ রানে ভারতের জয়। তবে সবকিছু ছাপিয়ে এখন শিভাম দুবের কনকাশন বদলি হার্শিত রানা প্রসঙ্গ। গত শুক্রবার ব্যাট হাতে ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন দুবে। পরে তার বদলি হিসেবে নামা হার্শিত নেন ৩ উইকেট। ভারতের এমন কাণ্ডে চটেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচ রেফারির দিকে আঙুল তোলাসহ ভারত ১২ জন নিয়ে খেলেছে বলেও খোঁচা দেন বাটলার।

কনকাশন সাবের নিয়মানুযায়ী, কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেলে তার জায়গায় সেই ক্রিকেটারের মতোই কেউ মাঠে নামতে পারবেন। অর্থাৎ বোলারের জায়গায় খেলবে বোলার আর ব্যাটার খেলবে ব্যাটারের জায়গায়। এখানেই ঘটেছে বিপত্তি। দুবে স্বভাবত ব্যাটিং অলরাউন্ডার। তিনি যেখানে নিয়মিত বোলিংটাই পান না, সেখানে তার বদলি হিসেবে নিখাদ পেসার রানা কীভাবে নামতে পারেন? ৩৪ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১ বারই বোলিং পাননি দুবে। পুরো ৪ ওভার বল করেন মাত্র দুই ম্যাচে। ৩ ওভার করেন স্রেফ চার ম্যাচে। আর এ ভূমিকায় নেমে ভারতের জয়ে বড় অবদান রাখেন রানা। ৪ ওভার বল করে ৩৩ রান খরচে তুলে নেন ৩ উইকেট। পুনেতে শুক্রবার ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারতকে টেনে তোলায় বড় ভূমিকা রাখেন দুবে। ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়ার সঙ্গে গড়েন ৪৫ বলে ৮৭ রানের জুটি। ৩০ বলে ৫৩ রান করেন পান্ডিয়া। ভারতের ইনিংসের শেষ ওভারে মাথায় বল লাগে দুবের। তারপরও খেলা চালিয়ে যান বাঁহাতি ব্যাটার।

নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৮১ রান করে সফরকারীরা। পরে ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভারে রানাকে জানানো হয়, কনকাশন সাব হিসেবে তাকে খেলতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close