ক্রীড়া ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

আমরা এটি জিততেও পারি : আমোরি

জিতলেই নতুন আঙ্গিকের ইউরোপা লিগের শেষ আট নিশ্চিত- এমন সমীকরণে লিগ পর্বের শেষ ম্যাচে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে গোলের দেখা না মিললেও রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্টকে ২-০ গোলে হারায় রেড ডেভিলরা। জয়ের পর রুবেন আমোরির চোখটা এখন সরাসরি শিরোপার দিকেই। ম্যানইউর ইংলিশ প্রিমিয়ার লিগের বেহাল দশাটা ইউরোপা লিগের শুরুর দিকেও দেখা যায়। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই ড্র করে বসে জায়ান্টরা। তবে শেষ ৫ ম্যাচে ঠিকই জয় নিশ্চিত করে ফিরেছে প্রিমিয়ার লিগ ক্লাবটি।

১৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থেকে নিশ্চিত হয়েছে শেষ ষোলো। ইউরোপা লিগের গ্রুপ অথবা লিগ পর্বের শেষ ১২ ম্যাচে অপরাজিত থেকে বৃহস্পতিবার রোমানিয়ায় খেলতে আসে সফরকারীরা। নিজেদের ঘরের মাঠ ন্যাশনাল অ্যারেনায় আতিথেয়তা দেয় বুখারেস্ট। প্রথম থেকেই একের পর এক আক্রমণে স্বাগতিকদের চেপে ধরে ম্যানইউ। এদিন গোল অভিমুখে ২১টি শট নেয় সফরকারীরা, যার মধ্যে লক্ষ্যে থাকে ৭টি। বুখারেস্ট ৮ শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৩টি। কাঙ্ক্ষিত গোলের দেখা না পেয়ে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। মাঠে ফিরে বদলি খেলোয়াড় হিসাবে আলেহার্দো গার্নাচো ও আমাদ দিয়ালোকে নামলে ঘুরে যায় ম্যাচের চিত্র। ৬০ মিনিটে গোলের একদম কাছ থেকে ট্যাপইনে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ডিফেন্ডার দিয়োগো ডালট। ৮ মিনিটের মধ্যে আরেকবার জালে বল জড়ান ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনু। বেশ কয়েকটি সুযোগ তৈরি করে স্বাগতিকরাও। তবে পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। ২-০ গোলের জয় নিয়ে ফেরে ম্যানইউ। ১৯৯০-এ স্যার অ্যালেক্স ফার্গুসনের পর রেড ডেভিলদের দ্বিতীয় কোচ হিসেবে প্রথম ৪টি মেজর ইউরোপিয়ান ম্যাচ জিতলেন আমোরি। সেবার ম্যানইউকে কাপ উইনারস কাপে জেতান ফার্গি।

ম্যাচ শেষে ম্যানইউ বস বলেন, ‘আমরা বেশ ভালোভাবেই ম্যাচে আধিপত্য রাখতে পেরেছি। শুরুর দিকে যদিও একটু ধীরগতির (খেলা) ছিল তবে প্রতিপক্ষ খুব কাছেই ছিল। দ্বিতীয়ার্ধে ওরা (বুখারেস্ট) ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন কোবি আর আমাদের (দিয়ালো) ওয়ান-টু-ওয়ান আর গার্নার (গার্নাচোর) গতি কাজে এসেছে।’ ইউরোপা লিগ জেতা প্রসঙ্গে রেড ডেভিল বস বলেন, ‘ধারণাটা এখনো আছে কারণ খেলার জন্য, খেলাটা বোঝার জন্য আরো সময় রয়েছে। আমি মনে করি, আমরা এটি জিততেও পারি।’ অন্য ম্যাচে সরাসরি শেষ ষোলোর টিকিট কেটেছে আরেক ইংলিশ জায়ান্ট টটেনহামও। সুইডিশ ক্লাব এলফসবোর্গের বিপক্ষে ৩-০ গোলে জেতে স্পার্সরা। এ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে নকআউটে যায় টটেনহাম। দুই ইংলিশ জায়ান্টকে নিচে ঠেলে দিয়ে তালিকার দুইয়ে থেকে শেষ ষোলোতে পৌঁছায় লা লিগার ক্লাব অ্যাটলেটিক বিলবাও। আগের শেষ ৭ ম্যাচে অপরাজিত থাকা লাৎসিও হোঁচট খায় শেষ ম্যাচে। ব্রাগার বিপক্ষে ১-০ গোলে হারে ইতালিয়ান ক্লাবটি। তারপরও ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেই শেষ ষোলোয় গিয়েছে দল।

এদিকে ম্যানইউ মার্কাস র‌্যাশফোর্ডের বর্তমান পরিস্থিতিকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন ওয়েন রুনি। এ ফরোয়ার্ডকে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে নতুন ঠিকানা খুঁজে নেওয়ার কথা বলেন এ ইংলিশ গ্রেট। ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে র‌্যাশফোর্ডকে আার খেলাননি ম্যানইউ কোচ হুবেন আমোরি। গত রবিবার এ পর্তুগিজ কোচ বলেন, প্রয়োজন হলে ৬৩ বছর বয়সি গোলকিপিং কোচ জর্জ ভিতালকেও তিনি মাঠে নামাতে প্রস্তুত আছেন, তবু এখনকার অবস্থায় র‌্যাশফোর্ডকে খেলাবেন না। বুধবার আমোরি আরেকবার সাফ বলে দেন, আবার ক্লাবের হয়ে খেলতে হলে র‌্যাশফোর্ডের নিজেকে ‘পরিবর্তন করতে হবে।’ ম্যানইউর রেকর্ড স্কোরার রুনি ক্লাব ও জাতীয় দলে অল্প সময় র‌্যাশফোর্ডের সঙ্গে খেলেছেন। ২৭ বছর বয়সি এ ফুটবলার আর ‘আগের মতো নেই’ বলে মনে করছেন তিনিও। সাবেক ম্যানইউ সতীর্থ গ্যারি নেভিলের ইউটিউব চ্যানেল ‘দ্য ওভারল্যাপ’-এ আলাপে ৩৯ বছর বয়সি রুনি বলেন, র‌্যাশফোর্ডের এখন ক্লাব ছাড়া উচিত, আর সেটা এ খেলোয়াড়কে বলেন তিনি। মার্কাসের সঙ্গে কয়েকবার কথা বলেছি আমি। তাকে আমার মতামত এবং ভাবনা জানিয়েছি। আমি বলেছি, তোমাকে ক্লাব ছাড়তে হবে, কারণ তার জীবনে যা কিছু ঘটছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডে যা কিছু ঘটছে, তা আর আগের মতো নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close