ক্রীড়া ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০২৫

বার্সেলোনার হোঁচট

নতুন বছরে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে দারুণ পারফরম্যান্সের পর লা লিগায় ফিরে আবারও ছন্দ হারিয়ে ফেলল বার্সেলোনা। টেবিলের নিচের দিকের দল গেটাফের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও তারা ধরে রাখতে পারল না ব্যবধান। পয়েন্ট হারাল আরেকটি ম্যাচে। বছরে নিজেদের প্রথম লিগ ম্যাচে প্রতিপক্ষের মাঠে পরশু রাতে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। জুল কুন্দে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন মাউরো আরামবারি। লিগে সর্বশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল, যেখানে তাদের হার চারটি, ড্র তিনটি এবং জয় একটি।

চলতি বছরে কোপা দেল রেতে দুই ম্যাচে ৪-০ ও ৫-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বার্সেলোনা। এর মাঝে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিক বিলবাওকে ২-০ ও ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে মৌসুমে প্রথম শিরোপার স্বাদ পায় তারা। কিন্তু লিগে ব্যর্থতার খোলসেই বন্দি রইল কাতালান দলটি। দিনের শুরুতে লেগানেসের বিপক্ষে টেবিলের শীর্ষ দল অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ এসেছিল ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে আনার। কিন্তু পারল না তারা।

২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ (গতকাল রাতে রিয়ালের ম্যাচের আগে)। বার্সেলোনার সমান ম্যাচে আটলেটিকোর পয়েন্ট ৪৪। পুরো ম্যাচে প্রায় ৭৮ শতাংশ সময় পজিশন ধরে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। গেটাফের ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল। নবম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাসে বক্সে কুন্দের প্রথম প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বল বের করে নিয়ে জালে পাঠান ফরাসি ডিফেন্ডার। আক্রমণে আধিপত্য করা বার্সেলোনা আরেকটি ভালো সুযোগ পায় ১৫ মিনিটে। এ যাত্রায় আলেহান্দ্রো বালেদর শট লক্ষ্যে থাকেনি। ৩৩ মিনিটে লামিন ইয়ামালের ক্রসে দূরের পোস্টে রাফিনিয়ার হেডে বল পাশের জালে লাগে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close