ক্রীড়া প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০২৫

বরিশালের দাপুটে জয়

ঘরের মাঠে টানা দ্বিতীয় হার চিটাগংয়ের

বিপিএলে গতকাল রবিবার দিনের প্রথম ম্যাচে বরিশালকে মাত্র ১২২ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং। রান তাড়ায় নেমে ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে ১৬.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে সে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। ঢাকার পর সিলেট পর্বেও দাপট দেখিয়েছিল চিটাগং। এরপর ঘরের মাঠ জহুর আহমেদ স্টেডিয়ামে নিজেদের যাত্রা শুরু করে জয় দিয়ে। কিন্তু পরের দুই ম্যাচে পথ হারায় তারা। ঘরের মাঠে পরপর দুই ম্যাচে হার। রংপুর রাইডার্সের পর এবার বরিশালের কাছে হারল মিঠুনের দল। অন্যদিকে চট্টগ্রাম পর্বে দাপট দেখাচ্ছে বরিশাল। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটের ব্যবধানে হারানোর পর এবার স্বাগতিকদের হারাল ৬ উইকেটের ব্যবধানে। এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তামিম ইকবাল। ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয়ও। ৪ বলে ১ রান করে ক্যাচ তুলে দেন তিনি। রিভার্স সুইপ খেলতে গিয়ে ১০ বলে ১১ রানে থামে মুশফিকুর রহিমের ইনিংস। ১১ বলে ১৬ রান করে দ্রুত বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদও। ৫৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বরিশাল। তবে একপ্রান্ত আগলে রেখে সে চাপ সামলে নেন মালান। পঞ্চম উইকেটে তাকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ নবী। তাদের অনবদ্য ৬৯ রানের জুটিতে জয় তুলে নেয় বরিশাল। ৪১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মালান। দলের জয় নিশ্চিত করার পথে ২১ বলে ৩ চারের মারে ২৬ রানে অপরাজিত ছিলেন নবী। চিটাগংয়ের হয়ে ২৭ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন খালেদ ইসলাম।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ফাহিম আশরাফ-রিপন মণ্ডলদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রানে থামে চিটাগং। দলের পক্ষে ৩৪ বল খেলে সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ মিঠুন। ৩৪ বলে ২৭ রান করেন আরাফাত সানি। এছাড়া ১৩ বলে ১৯ রান করেছিলেন উসমান খান।

বরিশালের হয়ে ৩টি করে উইকেট নেন ফাহিম ও রিপন। ২ উইকেট শিকার করেন তানভীর ইসলাম। ৭ ম্যাচ শেষে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরো পোক্ত করল বরিশাল। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং। ৮ ম্যাচের সবক’টি জিতে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।

সংক্ষিপ্ত স্কোর

চিটাগং কিংস : ২০ ওভারে ১২১/৮ (উসমান ১৯, পারভেজ ১, ক্লার্ক ৮, মিঠুন ৩৫, হায়দার ১, শামীম ৫, আলিস ০, সানি ২৭*, খালেদ ৯, শরিফুল ৫*; জাহান্দাদ ৩১/০, তানভির ১৪/২, রিপন ২৩/৩, ফাহিম ১২/৩, রিশাদ ২৫/০, নাবি ৬/০)

ফরচুন বরিশাল : ১৬.৫ ওভারে ১২২/৪ (তামিম ৮, মালান ৫৬*, হৃদয় ১, মুশফিক ১১, মাহমুদউল্লাহ ১৬, নবী ২৬*; ফার্নান্দো ২২/০, শরিফুল ১৮/০, আলিস ২১/০, খালেদ ২৭/২, সানি ৩৩/১)

ফল : ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী

ম্যাচসেরা : ডেভিড মালান

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close