ক্রীড়া ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০২৫

পুনর্মিলনীতে বাধা যেখানে মেসি-নেইমারের

দীর্ঘসময় চোট ভুগিয়েছে নেইমার জুনিয়রকে। ইনজুরি থেকে প্রায় সেরে উঠেছেন ব্রাজিলিয়ান ?সুপারস্টার। ক’দিনের মধ্যে আল হিলালের জার্সিতে ফের মাঠে নামবেন তিনি। কিন্তু মাঠে ফিরতে না ফিরতে নেইমারের ভবিষ্যৎ নিয়ে আবারো শুরু হয়েছে জল্পনা। তাকে খুব করেই চাইছে মার্কিন ক্লাব ইন্টার মিয়ামি।

সাম্প্রতিক বছরগুলোতে বার্সেলোনার বেশ কয়েকজন ফুটবলার যোগ দিয়েছেন ইন্টার মিয়ামিতে। তাদের মধ্যে আছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসের মতো খেলোয়াড়রা। একসময় ন্যু ক্যাম্পে তারা নেইমারের সতীর্থ ছিলেন। ভবিষ্যতে পুরোনো বন্ধুদের সঙ্গে আবারো খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। মেসির সঙ্গে অবশ্য পিএসজিতেও খেলেছিলেন নেইমার। এবার ইন্টার মিয়ামি প্রধান কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোও নেইমারকে দলে টানার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু ব্রাজিলিয়ান তারকাকে উড়িয়ে আনতে বড় একটা সমস্যা দেখছেন আর্জেন্টাইন কোচ। সেটি হলো- মেজর লিগ সকারের (এমএলএস) স্যালারি ক্যাপ। এ সংকট দূর করা খুব কঠিন বলে জানান মাশ্চেরানো। গত শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে ইন্টার মিয়ামি প্রধান কোচ বলেছেন, ‘আমি নেইয়ের (নেইমারের) ব্যাপারে কিছু বলতে পারি না। কারণ আমার কাছে বলার মতো কিছু নেই। ও দুর্দান্ত একজন খেলোয়াড় এবং বিশ্বের সব কোচ তাকে দলে পেতে চাইবেন। কিন্তু আমরা জানি এমএলএসের স্যালারি কাপের একটা নীতি আছে। কাজেই ওকে নিয়ে আসা খুব কঠিন। প্রায় অসম্ভব।’ স্বদেশি ক্লাব সান্তোসের জার্সিতে পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন নেইমার। ২০১৩ সালে ২১ বছর বয়সে তিনি পাড়ি জমান বার্সেলোনায়। এরপর বিশ্বরেকর্ড গড়ে সেখান থেকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজিতে) যোগ দেন নেইমার। ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে আসেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close