ক্রীড়া ডেস্ক

  ০৮ জানুয়ারি, ২০২৫

কচিকাঁচাদের নিয়ে গোল-উৎসবে রিয়াল

২৫, ১৯ ও ১৮ গত সোমবার রাতে কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের তিন খেলোয়াড়ের বয়স ছিল এমন। আর রক্ষণভাগের চার খেলোয়াড়ের বয়স ছিল এমন ২৫, ১৭, ২১, ২২। পুরো একাদশে ২৫-এর ওপরে খেলোয়াড়ই ছিলেন মাত্র দুজন। ২৬ বছর বয়সি ফেদে ভালর্ভেদে এবং ৩৯ বছর বয়সি লুকা মদরিচ। বলা যায়, পুরো দলটিতে মদরিচই বয়সের দিক থেকে বেমানান। তাকে বাদ দিলে বাকিদের তো কচিকাঁচাই বলা যায়। কিন্তু সেই অনভিজ্ঞতায় ভরপুর দলটিও চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে জিতেছে বড় ব্যবধানে।

শুরুর একাদশে প্রথম পছন্দের ফরোয়ার্ডদের কেউ নেই। তবুও গোলের জন্য একবিন্দু ভাবতে হলো না কার্লো আনচেলত্তিকে। শক্তি, সামর্থ্যে যোজন যোজন পিছিয়ে থাকা দেপোর্তিভা মিনেরাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের শেষ ৩২’র ম্যাচে সোমবার রাতে ৫-০ গোলে জিতেছে ইউরোপের সফলতম দলটি। জোড়া গোল করেছেন আর্দা গিলের, একটি করে লুকা মদ্রিচ, ফেদে ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা।খেলা সম্প্রচারের জন্য অবকাঠামোগত সুবিধা না থাকায় নিজেদের মাঠে খেলতে পারেনি মিনেরা। বিকল্প হিসেবে বেছে নেয় কার্তাহোনোভা স্টেডিয়ামকে।

স্প্যানিশ ফুটবলে চতুর্থ স্তরের দলের বিপক্ষে যেমন খেলার কথা তেমনটাই খেলেছে রিয়াল। শুরু থেকে টানা আক্রমণ করে গেছে স্পেন ও ইউরোপের চ্যাম্পিয়নরা। তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। এন্দ্রিকের শট ফিরিয়ে দেন মিনেরা গোলরক্ষক ফ্রান্সিসকো মার্তিনেস। দুই মিনিট পর কিছুই করার ছিল না তার। ব্রাহিম দিয়াসের ক্রস ডি-বক্সে মিনেরার একজন খেলোয়াড় ঠিকঠাক ফ্লিক করতে ব্যর্থ হলে বল পান ভালভের্দে। অনায়াসে জাল খুঁজে নেন তিনি।

আক্রমণাত্মক ফুটবলে চতুর্থ স্তরের দলটিকে প্রবল চাপে রাখা রিয়াল ব্যবধান দ্বিগুণ করে ত্রয়োদশ মিনিটে। শুরুতে কামাভিঙ্গার জোরালো শট ঠেকিয়ে দেন মিনেরা গোলরক্ষক। তবে ফ্রান গার্সিয়ার ক্রসে ফের সুযোগ পেয়ে দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার।

২৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন গিলের। ভালভের্দের কাছ থেকে বল পেয়ে জায়গা করে নিয়ে শট নেয় তুরস্কের তরুণ এ ফরোয়ার্ড। মিনেরার একজন খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফাঁকা জায়গায় বল পেয়েও দুর্বল শট নিয়ে হতাশ করেন এন্দ্রিক। ৫৩ মিনিটে দিয়াসের শট ফেরে পোস্টে লেগে। দুই মিনিট পর ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান আরো বাড়ান মদ্রিচ। ৬২ মিনিটে একসঙ্গে চারটি পরিবর্তন আনেন আনচেলত্তি। দল ৪-০ গোলে এগিয়ে থাকার পরও বদলি নামান কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়রদের। ৭৩ মিনিটে এমবাপের শট ফেরে গোলরক্ষক মার্তিনেসের পেটে লেগে। পাঁচ মিনিট পর লুকাস ভাসকেসের শট ঠেকিয়ে দেন তিনি। ৮১ মিনিটে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় এন্দ্রিকের বাঁকানো শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন মার্তিনেস। এর কয়েক সেকেন্ড আগে গোলমুখে চমৎকার ক্রস পেয়েও খুব ভালো সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিউস। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন গিলের। গার্সির নিখুঁত ক্রসে স্রেফ একটা টোকা দেন তুর্কি ফরোয়ার্ড। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি দলের অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচকে ‘ফুটবলের জন্য এক উপহার’ হিসেবে আখ্যা দিয়েছেন। কোপা দেল রেতে ডেপোর্তিভা মিনেরার বিরুদ্ধে রিয়ালের বড় জয়ে অবদান রাখা মদ্রিচের প্রশংসায় ভাসেন তিনি খেলার পর।

এ ম্যাচে মদ্রিচ শুরুর একাদশে থেকে দলকে নেতৃত্ব দেন এবং সুন্দরভাবে কার্ভ করা একটি ফিনিশের মাধ্যমে চতুর্থ গোলটি করেন।

৩৯ বছর বয়সি এ তারকা এ মৌসুমে সব প্রতিযোগিতায় ২৬টি ম্যাচের মাত্র ১১টি ম্যাচে প্রথম একাদশে ছিলেন। তবুও তার প্রভাব এবং পেশাদারিত্ব আনচেলত্তির দৃষ্টি এড়ায়নি। মাদ্রিদ বস বলেন, ‘(লুকা) ফুটবলের জন্য এমনকি যারা এটি ঘনিষ্ঠভাবে উপভোগ করতে পারে তাদের জন্যও একটি উপহার। সমর্থকরা, খেলোয়াড়রা, কোচ... আমার জন্য, এটি একটি দুর্দান্ত উপহার।’

‘এ ধরনের ম্যাচের জন্যও সে যেভাবে প্রস্তুতি নেয়- যেন এটি একটি ফাইনাল। এটি আমাদের তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ।’ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি দলের অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচকে ‘ফুটবলের জন্য এক উপহার’ হিসেবে আখ্যা দিয়েছেন। কোপা দেল রেতে ডেপোর্তিভা মিনেরার বিরুদ্ধে রিয়ালের বড় জয়ে অবদান রাখা মদ্রিচের প্রশংসায় ভাসেন তিনি খেলার পর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close