ক্রীড়া ডেস্ক

  ০৮ জানুয়ারি, ২০২৫

হোয়াইটওয়াশ এড়াতে পারল না পাকিস্তান

মান বাঁচানোর বড় চ্যালেঞ্জ ছিল পাকিস্তানের। সেটি তারা পেরেছে বটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক হিসেবে মান বাঁচিয়েছে তারা। একইসঙ্গে হারিয়েছেও সফরকারীরা। শেষ টেস্টে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। দুই ম্যাচের সিরিজেও হোয়াইটওয়াশ হলো দলটি (২-০)। কেপটাউনে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৬১৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ফলোঅনে পড়ে পাকিস্তান। তাদের প্রথম ইনিংস থামে ১৯৪ রানে। এতে করে ইনিংস হারের ঝুঁকিতে তাড়া করে তাদের। শেষ অবধি লজ্জা এড়াতে পেরেছে তারা। দ্বিতীয় ইনিংসে ধাক্কা সামলে ওঠে পাকিস্তান। বিশাল ঘাটতি পুষিয়ে লিডও নিয়েছিল। যদিও তা খুব বেশি বড় নয়। অধিনায়ক শান মাসুদের সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান তোলে ৪৭৮ রান। প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ৫৮ রান। সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

দুই ওপেনার ডেভিড বেডিংহাম ও এইডেন মার্কারাম অপরাজিত থেকে ২২ গজ ছাড়েন। দুজনই ব্যাট করেছেন আগ্রাসী মেজাজে। ৩০ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন বেডিংহাম। ১৪ রানে অজেয় ছিলেন মার্কারাম। তবে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা এইডেন মার্কারাম হয়েছেন ম্যাচ সেরা। এছাড়া প্রোটিয়াদের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা ও কাইল ভেরেনি। দ্বিতীয় ইনিংসে শতক হাঁকান অধিনায়ক শান। ১৪৫ রানে আউট হন তিনি। ৮১ রানে ফেরেন বাবর আজম। এ দুজন উদ্বোধনী জুটিতে ২০৫ রান যোগ করেন। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৪১ ও আগা সালমান ৪৮ রানে আউট হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close