ক্রীড়া ডেস্ক

  ০৬ জানুয়ারি, ২০২৫

জয়ে সিরিজ শুরু নিউজিল্যান্ডের

দারুণ এক স্পেলে সুর বেঁধে দিলেন ম্যাট হেনরি। পরে প্রতিপক্ষের মিডল ও লোয়ারঅর্ডারেও আঘাত হানলেন এ গতিময় পেসার। তাকে সঙ্গ দিয়ে দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে দুইশর আগে গুটিয়ে দিতে অবদান রাখলেন জ্যাকব ডাফি ও ন্যাথান স্মিথ। পরে রান তাড়ায় টপঅর্ডার ব্যাটসম্যানদের সৌজন্যে অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে প্রথম ওয়ানডে ৯ উইকেটে জিতে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে কিউইরা। প্রতিপক্ষকে ১৭৮ রানে গুঁড়িয়ে ১৪২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। বেসিন রিজার্ভের সবুজাভ উইকেটের সুবিধা কাজে লাগিয়ে লঙ্কানদের ব্যাটিং গুঁড়িয়ে দেন স্বাগতিকদের তিন পেসার। ৬ ওভারের প্রথম স্পেলে ১২ রান দিয়ে ১ উইকেট নেন হেনরি, যেখানে প্রথম ৫ ওভারে তিনি রান দেন মাত্র ৬। পরে আরো তিন শিকার ধরেন তিনি। ইনিংস শেষে তার বোলিং বিশ্লেষণ, ১০-১-১৯-৪। অন্য দুই পেসার ডাফি ও স্মিথ নেন দুটি করে উইকেট। একটি প্রাপ্তি বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের।

মূলত লক্ষ্য কম হওয়ার কারণেই অল্পের জন্য ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি করতে পারেননি উইল ইয়াং। ১২ চারে ৮৬ বলে ৯০ রানে অপরাজিত থাকেন নিউজিল্যান্ড ওপেনার। রাচিন রাভিন্দ্রা ১ ছক্কা ও ৬ চারে ৩৬ বলে করেন ৪৫ রান। কন্ডিশনের সহায়তা কাজে লাগাতে টস জিতে বোলিং নেন স্যান্টনার। দলকে দারুণ শুরু এনে দেন কিউই তিন পেসার। তাদের তোপে ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় লঙ্কানরা। ম্যাচের পঞ্চম ওভারে পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন হেনরি। পরের ওভারে কুসাল মেন্ডিসের স্টাম্প ভেঙে দেন ডাফি। স্যান্টনারের সরাসরি থ্রোয়ে রান আউটে কাটা পড়েন কামিন্দু মেন্ডিস। প্রতিপক্ষ অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে রানের খাতা খুলতে দেননি স্মিথ। খাদের কিনার থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান আভিষকা ফার্নান্দো ও জানিথ লিয়ানাগে। তাদের ৮৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় শ্রীলঙ্কা। কিন্তু পরপর দুই ওভারে থিতু দুই ব্যাটসম্যানের বিদায়ে ফের চাপে পড়ে যায় সফরকারীরা।

১ ছক্কা ও ৪টি চারে ৩৬ রান করা লিয়ানাগেকে ফিরিয়ে জমে যাওয়া যুগলবন্দি ভাঙেন স্যান্টনার। পরের ওভারে ১ ছক্কা ও ৬ চারে ৫৬ রান করা আভিষকাকে ড্রেসিংরুমে পাঠান স্মিথ। দেড়শ ছোঁয়া নিয়েই তখন শঙ্কায় শ্রীলঙ্কা।

ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিকা উইক্রামাসিংহের ৪৮ রানের জুটিতে সেই চ্যালেঞ্জ পার করে তারা। নিজের পরপর দুই ওভারে দুজনকে ফিরিয়ে দেন হেনরি। অভিষিক্ত ইশান মালিঙ্গাও তার শিকার। আর আসিথা ফার্নান্দোকে কট বিহাইন্ড করে প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেন ডাফি। লক্ষ্য তাড়ায় ইয়াং ও রাভিন্দ্রার ব্যাটে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। তাদের ৯৩ রানের উদ্বোধনী জুটিতে ফাটল ধরান উইক্রামাসিংহে। ফ্লিক করে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন রাভিন্দ্রা। ৪৯ বলে ফিফটি ছোঁয়া ইয়াংয়ের সঙ্গে মার্ক চ্যাপম্যানের অবিচ্ছিন্ন জুটিতে ৮৭ রানের জুটিতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় স্বাগতিকরা। ৩ চারে ২৯ রান করে অপরাজিত থাকেন চ্যাপম্যান। হ্যামিল্টনে দুই দলের দ্বিতীয় ওয়ানডে আগামী বুধবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close