ক্রীড়া প্রতিবেদক
বিপিএলে মালিকদের কর্মকাণ্ডে অসন্তোষ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকার প্রথম পর্ব শুরুর আগে শঙ্কা ছিল শেরেবাংলা মাঠের উইকেটে রান হওয়া নিয়ে! তবে শঙ্কা উড়ে গেছে। দুই সেঞ্চুরি, আর দুইশ’র বেশি ইনিংসের ম্যাচ নিয়ে বিপিএল এর শুরুটা হয়েছে জমজমাট। আসরের মাসকট ডানা-৩৬ ঘুরে বেরিয়েছে উৎসবমুখর গ্যারিতে। আজ সোমবার থেকে শুরু সিলেট পর্ব। রান না হওয়া নিয়ে অতীতের বিপিএলগুলোর সমালোচনা ছাড়িয়ে এবারের বিপিএলে রীতিমতো রান উৎসব হচ্ছে।
অন্যদিকে চার-ছক্কার বিপিএলে বোলাররাও সফল হচ্ছেন। দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ বিপিএলের ইতিহাসে করেছেন সেরা বোলিং রেকর্ড। এককথায় সব মিলিয়ে ব্যাট-বলে জমে ওঠা বিপিএল এবার কাঁপাবে চায়ের শহর সিলেট। তবে বিপিএল নিয়ে আরেক শঙ্কা ও ভয়ের কারণ ক্রিকেটারদের পারিশ্রমিক। এবারও ফ্যাঞ্চাজিগুলো এখন পর্যন্ত টুর্নামেন্ট শুরুর আগে যে ২৫ শতাংশ টাকা পরিশোধ করার কথা ছিল, তা দেয়নি। দুয়েকটি দল কিছু কিছু ক্রিকেটারদের পরিশোধ করলেও নিয়ম এবার রক্ষা করতে পারেনি তারা। এমনকি ফরচুন বরিশাল ছাড়া কোনো দলই এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তা জমা দিতে পারেনি। মাঠের খেলা নিয়ে খুশি হলেও এ নিয়ে বিপিএল কর্তাদের কপালেও পড়ছে চিন্তার ভাঁজ!
এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচীব নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বলেন, ‘মাঠের খেলা দারুণ হচ্ছে, এতে আমরা দারুণ খুশি। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যা হচ্ছে, তা দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। নয়তো এ বিষয়গুলো মাঠের ক্রিকেটে প্রভাব ফেলবে।’ একাডেমি মাঠে এবারের বিপিএলের সব দলই অনুশীলন করে। সেখানেও ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক নিয়ে চিন্তার কথা প্রকাশ করে। মাঠের খেলাটা ভালো হলেও বিষয়টি প্রতিবারের মতো এবারও প্রভাব ফেলছে।
এ বিষয়ে ফাহিম বলেন, ‘এটা সত্যি যে এবার আমরা নতুন ফ্র্যাঞ্চাজিগুলোর খোঁজখবর খুব একটা নিতে পারিনি। তবে আমাদের বিসিবি সভাপতির সঙ্গে সব দলের মালিকদের সঙ্গে যোগাযোগ আছে তাদের আমরা বারবারই জানাচ্ছি। আশা করি, তারা এ সমস্যার সমাধান দ্রুত করবে। নয়তো মাঠে যেমন খেলছে ক্রিকেটাররা সেটিতে বিষয়গুলো প্রভাব ফেলতে পারে। যারা মালিক তাদের বুঝতে হবে তারা যেন বিপিএলটা সহজে করতে পারে। বিসিবি তাদের সবরকম সাহায্য করছে। এবারের পর থেকে আমরা অবশ্য দলগুলোর মালিকদের সক্ষমতা দেখেই তাদের ফ্র্যাঞ্চাইজি দেব।’
অন্যদিকে উইকেট নিয়ে দারুণ খুশি নাজমুল আবেদিন ফাহিম। তবে তিনি সেই সঙ্গে ক্রিকেটারদেরও সচেতন হতে বলেছেন। তিনি বলেন, উইকেট তো দারুণ। সবাই ভালো করছে। তবে একটা বিষয় কিন্তু আছে, সেটি হলো লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলছে ক্রিকেটাররা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। আমি ক্রিকেটারদের বলব, এ বিষয়ে যেন নজর রাখে। শুধু তাই নয়, বড় বিষয় হচ্ছে উইকেটে বোলাররাও ভালো করছে। আশা করব, এ ধারা সিলেটেও তারা বজায় রাখবে। আশা করি, ভালো কিছু হবে।’
আজ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ছয় দিনে সিলেটে হবে বিপিএলের বার ম্যাচ। দেশি-বিদেশি তারকারা চায়ের নগরে মেতে উঠবেন বিপিএল উৎসবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ ডেতে প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সিলেট আসে গেছে সব বিপিএলের ফ্র্যাঞ্চাইজি। সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে পাঁচটি ম্যাচ খেলবে। ঢাকায় বিপিএলের প্রথম পর্বে এক ম্যাচ খেলা সিলেট এরই মধ্যে নিজ শহরে এসে পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছে। গতকাল সকালে সিলেট আউটার স্টেডিয়ামে অনুশীলন করেন দলটির ক্রিকেটাররা।
অন্যদিকে বিপিএলের প্রথম পর্বে অংশগ্রহণকারী ৭টি দল অন্তত দুইটি করে ম্যাচ খেলেছে। তবে তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল। তারা হলো- রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস, ফরচুন বরিশাল। ঢাকার প্রথম পর্ব শেষে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।
"