ক্রীড়া ডেস্ক
ফুলহ্যামের মাঠে আর্সেনালের হোঁচট
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল আর্সেনাল। জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকল তারা। কিন্তু অনেক চেষ্টা করেও ব্যবধান আর গড়ে দিতে পারল না মিকেল আর্তেতার দল। ফুলহ্যামের মাঠে পরশু রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। রাউল হিমেনেসের গোলে পিছিয়ে পড়ার পর আর্সেনালকে সমতায় ফেরান উইলিয়াম সালিবা। লিগে টানা ৩ জয়ের পর ফের পয়েন্ট হারাল আর্সেনাল। ফলে শীর্ষস্থানের সঙ্গে তাদের ব্যবধান আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো। ১৫ ম্যাচে ৮ জয় ও ৫ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ফুলহ্যাম। পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও পিছিয়ে থাকা ফুলহ্যাম প্রথমার্ধে গোলের জন্য ১টি মাত্র শট নিতে পারে। সেটিই কাজে লাগিয়ে এগিয়ে যায় তারা। ম্যাচের শুরুতে সেভাবে মাঝমাঠ পার হতেই পারছিল না ফুলহ্যাম। এর মাঝেই আচমকা শাণানো আক্রমণে গোলটি করে তারা। গতিতে ডিফেন্ডার ইয়াকুব কিভিওরকে পরাস্ত করে, বল ধরে বক্সে ঢুকে কোণাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মেক্সিকোর ফরোয়ার্ড হিমেনেস। প্রথমার্ধে গোলের জন্য ৫ শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারা আর্সেনাল ৫২তম মিনিটে সমতায় ফেরে এবং এবারো কর্নারের ফলশ্রুতিতে গোলটি করে তারা। কাই হাভার্টজের হেড গোলমুখে পেয়ে টোকায় বল জালে ঠেলে দেন ফরাসি ডিফেন্ডার সালিবা। নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে বাঁদিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে হেডে বল জালে পাঠান বুকায়ো সাকা, জয়ের আশা জোরালো হয় আর্সেনালের।
"