ক্রীড়া প্রতিবেদক

  ১০ ডিসেম্বর, ২০২৪

সেন্ট কিটসে সহজ হার বাংলাদেশের

ব্যাটাররা এনে দিয়েছিলেন শক্তিশালী পুঁজি। মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে শুরুতে কিছুটা লড়াই করলেন বোলাররা। এরপর আর পেরে ?উঠলেন না। সেন্ট কিটসে ম্যাচটা সহজেই হেরে গেল বাংলাদেশ। গত রবিাবর রাতে প্রথম ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। এ জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রানের শক্ত সংগ্রহ গড়ে তোলে বাংলাদেশ। জবাবে ম্যাচের ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। আজ মঙ্গলবার সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। টেস্টের পর ওয়ানডে সংস্করণেও হার দিয়ে অধিনায়ক ভূমিকায় অভিষেক হলো মেহেদি হাসান মিরাজের।

বলহাতে শুরুটা অবশ্য দারুণ ছিল বাংলাদেশের। ২৭ রানের মধ্যে ক্যারিবীয় ২ ওপেনারকে তুলে নেয় টাইগাররা। ব্রেন্ডন কিং ৯ ও এভিন লুইস ১৬ রানে আউট হন। কেসি কার্তিকে নিয়ে জোড়া ধাক্কা সামলে নেন অধিনায়ক শাই হোপ। দলীয় ৯৪ রানে এ জুটি ভাঙে বাংলাদেশ। ২১ রানে সাজঘরে ফেরেন কার্তি। তবে টিকে থাকলেন হোপ। চতুর্থ উইকেট জুটিতে ৯৯ রান করেন হোপ ও শেরফানে রাদারফোর্ড। এ জুটি গড়ার পথে সেঞ্চুরির আভাস দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। কিন্তু ৮৮ বলে ৮৬ রানে আউট হন তিনি। ৩টি ৪ ও ৪টি ছক্কা হাঁকানো হোপকে ফেরান মিরাজ। হোপকে ফিরিয়ে লড়াইয়ের আশায় দল। কিন্তু রাদারফোর্ড ঝড়ে ফিকে জয়ে যায় বাংলাদেশের জয়ের আশা।

বিধ্বংসী এক সেঞ্চুরি তুলে নেন রাদারফোর্ড। ৮০ বলে ১১৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন এ মিডল অর্ডার ব্যাটার। ইনিংস সাজান ৭টি ৪ ও ৮টি ছক্কার ওপর দাঁড়িয়ে। অনুমিতভাবে তিনিই হয়েছেন ম্যাচসেরা। এছাড়া ৩১ বলে ৪১ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত থাকেন জাস্টিন গ্রেভেস। বাংলাদেশের পক্ষে ৫ বোলার ১টি করে উইকেট নেন। এর আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের কেউ পাননি সেঞ্চুরির দেখা। শক্তিশালী সংগ্রহ গড়ে তুলতে ছিল দলীয় সম্মিলিত প্রচেষ্টা। হাফসেঞ্চুরি করেছেন অধিনায়ক মিরাজ, ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ফিফটির আগেই সৌম্য সরকার ও লিটন দাসকে হারানোর ধাক্কা খেতে হয় টাইগারদের।

মিরাজ-তানজিদ জুটি সামলে নেন ধাক্কা। দুজন মিলে গড়েন ৭৯ রানের জুটি। জুটি ভাঙে তানজিদের বিদায়ে। ৬০ বলে ৬০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি ৪ ও ৩টি ছক্কার মার। ১০১ বলে ৭৪ রানে বিদায় নেন মিরাজ। ৬ চার ও ১ ছয়ে ইনিংস সাজান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। আফিফ হোসেন ২৮ রান করেন।

শেষদিকে ঝড় ওঠে জাকের আলি ও মাহমুদউল্লার ব্যাটে। ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। তবে ৪০ বলে ৪৮ রানে আউট হয়ে যান জাকির আলি। দুজনের ইনিংসে ছিল ৩টি করে চার-ছক্কার মার। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড। দুটি শিকার আলজারি জোসেফের।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২৯৪/৬ (৫০ ওভার)।

ওয়েস্ট ইন্ডিজ : ২৯৫/৫ (৪৭.৪ ওভার)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)

সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close